বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৯

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের মশারি ও কয়েল বিতরণ

কাজী নাহিন॥
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের মশারি ও কয়েল বিতরণ

কোমলমতি শিশুদের ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্যে মশারি ও কয়েল বিতরণ করেছে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে মশারি ও কয়েল বিতরণ করা হয়। এ উপলক্ষে

ক্লাবের বর্তমান সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসলিমা মুন্নী, মিতু আক্তার, সহ-সভাপতি রওশন আক্তার ও কোষাধ্যক্ষ প্রীতি সাহা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান।

ক্লাব সদস্যরা বলেন, আপনারা সবাই জানেন ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। ডেঙ্গুতে অনেক পরিচিত মানুষ, অপরিচিত মানুষ মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরে রক্তের প্লাটিলেট কমে গিয়ে নাক-মুখ থেকে রক্ত বের হয় এবং অবশেষে সঠিক চিকিৎসা দিতে না পারলে রোগী মৃত্যুবরণ করে। এর জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে আমাদের বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে এবং সেই সাথে মশারি টানিয়ে ঘুমাতে হবে। যাদেরকে আজ মশারি দিলাম তারা প্রত্যেকে মশারি টানিয়ে ঘুমাবেন এবং ডেঙ্গু কিংবা অন্যান্য মশা দূর করতে অবশ্যই কয়েল ব্যবহার করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়