প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৯
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের মশারি ও কয়েল বিতরণ

কোমলমতি শিশুদের ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্যে মশারি ও কয়েল বিতরণ করেছে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও এলাকার হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে মশারি ও কয়েল বিতরণ করা হয়। এ উপলক্ষে
|আরো খবর
ক্লাব সদস্যরা বলেন, আপনারা সবাই জানেন ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। ডেঙ্গুতে অনেক পরিচিত মানুষ, অপরিচিত মানুষ মৃত্যুবরণ করেছেন। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরে রক্তের প্লাটিলেট কমে গিয়ে নাক-মুখ থেকে রক্ত বের হয় এবং অবশেষে সঠিক চিকিৎসা দিতে না পারলে রোগী মৃত্যুবরণ করে। এর জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে। ডেঙ্গুর হাত থেকে বাঁচতে আমাদের বাড়ির আশপাশে পরিষ্কার রাখতে হবে এবং সেই সাথে মশারি টানিয়ে ঘুমাতে হবে। যাদেরকে আজ মশারি দিলাম তারা প্রত্যেকে মশারি টানিয়ে ঘুমাবেন এবং ডেঙ্গু কিংবা অন্যান্য মশা দূর করতে অবশ্যই কয়েল ব্যবহার করবেন।