প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭
অবশেষে শাহরাস্তি মডেল মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম অবশেষে এলাকাবাসীর তোপের মুখে শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন। মাওলানা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ জুন মাওলানা আমিনুল ইসলাম বোর্ড কর্তৃক উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়। উপজেলা প্রশাসন থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট আসার পূর্বেই তিনি থেকে পদত্যাগ করেছেন। মাওলানা আমিনুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসী বেশ ক'টি অভিযোগ তুলে ধরেন। তার মধ্যে রয়েছে : তিনি চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক, তার স্ত্রী নাজমা বেগম সহ তিনি আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে পরিবারের ৮ সদস্যকে মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি কে মাদ্রাসার সুপার নিয়োগ দিয়েছেন এবং মাদ্রাসার নাম তিন দফা পরিবর্তন করেছেন।