বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯

১৫০ গাড়িতে তল্লাশি করলো যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার।।
১৫০ গাড়িতে তল্লাশি করলো যৌথবাহিনী
চাঁদপুর শহরের পাসপোর্ট অফিসের সামনের সড়কে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলায় পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ১৫০ গাড়িতে তল্লাশি করেছে যৌথবাহিনী। পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্টে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ অভিযানে সর্বমোট ১৫০ টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইলে চালক ও প্রাইভেট গাড়ির বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়