প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
১৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড

চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক লে. কমান্ডার বিএন এ তথ্য জানান। তাতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।
|আরো খবর
গত ৩০ মার্চ হতে ২০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক ৫ টি অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর-এর স্মারক নং ১০০০৩, ১০০০৪, ১০০০৫, ১০০০৬ ও ১০০০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। প্রাপ্ত নির্দেশনা মোতাবেক মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চাঁদপুর-এর উপস্থিতিতে ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ডের অভিযানে উদ্ধারকৃত মাদক প্রকাশ্যে ধ্বংস করার কাজ পর্যবেক্ষণ করেন মো. ইয়াছিন আরাফাত ( সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট), বিশাল দাস (সরকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর), মো. আহসান হাবিব ( পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর) সহ গণমাধ্যম ও পুলিশ প্রতিনিধিবৃন্দ।