শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজির দাফন সম্পন্ন

বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজির দাফন সম্পন্ন
সোহাঈদ খান জিয়া

গত ৪ সেপ্টেম্বর ২৫ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ( ১১সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজি (৫৮) ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯ টায় জনতা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান,

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সহ-সভাপতি সরওয়ার গাজী, সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর আলম জুয়েল,

বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক (সাবেক যুবদলের সভাপতি) আবুল কালাম পাঠান, মরহুমের স্ত্রীর ছোট ভাই আফজাল হোসেন মিজি ও মরহুমের ছেলে মো. তারেক মিজি। জানাজায় অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী,

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্যাহ খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পীরজাদা জুনায়েদ, চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন খান,

বাগাদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ. হাই মিয়াজি, সদস্য আ. সালাম,

বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন আলম মিজি, ৩ নং ওয়ার্ড সভাপতি শিমু মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সোহাগ প্রমুখ। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নামাজে জানাজায় ইমামতি করেন ইসলামপুর গাছতলার পীর সাহেব অলি উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়