শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৭

জীবনদীপ ও সচেতন নাগরিক কমিটির প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

দেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলতে পারে না কেউ : শাহ আরমান আহমেদ

স্টাফ রিপোর্টা
দেশকে এখন আর তলাবিহীন ঝুড়ি বলতে পারে না কেউ : শাহ আরমান আহমেদ

উৎসবমুখোর পরিবেশে দেশের দুরদর্শী ও বলিষ্ট নেতা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করলেন সচেতন নাগরিক কমিটি ও জীবনদীপ সেবা মূলক প্রতিষ্ঠান। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় চাঁদপুর রেলওয়ে ফিডার রোডস্থ জীবনদীপের কার্যালয়ে অনুষ্টিত জন্মবার্ষিকী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিডি এনএসআই শাহ আরমান আহমেদ। তিনি সকলকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যে কতটুকু বিচক্ষন এবং কর্মঠ তার প্রমান কিন্তু আমরা অনেক আগেই পেয়েছি। একসময় এদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো কিন্তু এখন আর তা কেউ বলতে পারছে না। বিশ্বদরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে। তিনি অক্লান্ত পরিশ্রম আর দুরদর্শী চিন্তা চেতনা দিয়ে দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌছে দিতে পেরেছেন। তার বুদ্ধিমত্তায় আমরা প্রশংসিত। আমরা করোনার ভয়াভয়তা থেকে অনেকাংশে মুক্তি পেয়েছি, যেখানে করোনার ভ্যাকসিন প্রদানের দিক থেকে অনেক দেশ পিছিয়ে রয়েছেন। সেখানে আমরা বিনামূল্যে করোনা প্রতিরোধক ভ্যাকসিন পেয়েছি। বাংলাদেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ন। খাদ্যের জন্য এখন আর কাহারো কাছে হাত পাততে হয় না। দেশ আজ অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সর্বক্ষেত্রে আজ আমরা সাফল্য অর্জন করছি। তা সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। তিনি যেন সুস্থ্য থাকেন ভালো থাকেন এজন্য সকলে দোয়া করবেন।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মনোয়ারুল ইসলামের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন। জীবনদীপের উপদেষ্টা মোঃ ওমর ফারুকের পরিচালনায় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল কলেজের অধ্যাপক দীপক চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারনসম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরন্জিত কর, জীবনদীপের প্রতিষ্টাতা অ্যাডঃ বিনয়ভূষন মজুমদার, উপদেষ্টা ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা মজুমদার, জীবনদীপের উপদেষ্টা মৃদুল কান্তি দাস, অ্যাডঃ খোরশেদ আলম শাওন, বিবেকলাল মজুমদার, তাপস আইচ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়