সোমবার, ১১ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৬:৫৪

ফরিদগঞ্জে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

পতিত আওয়ামী লীগের লোকজনের সাথে সুসম্পর্ক রেখে স্থানীয় নিরীহ লোকজনকে মামলা দিয়ে হয়রানি ও টাকা লেনদেনের ঘটনায় নারীকে সন্ত্রাসী দিয়ে মারধরসহ হত্যার চেষ্টাসহ নানা অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী নাছিমা আক্তার নামে এক নারীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামের পাগলা দিঘির সামনে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নেয়। তাদের দাবি, এই নারী পতিত সরকারের সময়ে দাপট দেখিয়ে ও আওয়ামী লীগের লোকজনের সাথে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এই গ্রামের বিভিন্ন লোকজনের বিরুদ্ধে ২০/২৫টি মামলা দিয়েছে। টাকা লেনদেনকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে সন্ত্রাসী দিয়ে কুপিয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আ. হামিদ, সংরক্ষিত আসনের ইউপি সদস্য নুরজাহান বেগম, ভুক্তভোগী আব্দুর রহমানের ছেলে প্রতিবন্ধী মো. ইলিয়াছ,খলিলুর রহমানের ছেলে মো. জাবেদ প্রমুখ।

প্রতিবন্ধী ইলিয়াছ জানায়, এই নারী তার বিরুদ্ধে ৮টি মামলা দিয়েছে। মো. জাবেদ জানান, এই নারী তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ৪টি মামলা দিয়েছে।

দু ইউপি সদস্য জানান, এলাকাবাসীর অভিযোগ সত্য। এই নারীর সাথে এলাকার বেশ কিছু লোকজনের টাকা লেনদেনের সম্পর্ক রয়েছে। এই টাকা লেনদেনের ঘটনা নিয়ে আরেক নারীকে হত্যার চেষ্টা ও জমি দখলের অভিযোগ রয়েছে।

এদিকে অভিযোগের বিষয় সঠিক নয় দাবি করে নাছিমা আক্তার জানান, মূলত হাওলাতের টাকা ফেরত না দিতে এলাকার লোকজনকে জড়ো করে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে একটি পক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়