প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২০:৫০
দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিবমন্দির কমিটি ও প্রভাতী সর্বজনীন দুর্গোৎসব কমিটি গঠন

শনিবার (২৬ জুলাই ২০২৫) চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিবমন্দির প্রাঙ্গণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শ্রী উত্তম কুমার দে। স্থানীয় অধিকাংশ সদস্যের সক্রিয় অংশগ্রহণ, উন্মুক্ত মতবিনিময় ও সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
দাসপাড়া সর্বজনীন শ্রী শিব মন্দিরের নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন : সভাপতি শ্রী উত্তম কুমার দে, সহ-সভাপতি শ্রী উত্তম সাহা ও শ্রী নেপাল মজুমদার, সাধারণ সম্পাদক শ্রী নেপাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. পীযুষ সাহা ও ডা. দীপু নন্দী লক্ষ্মী। দাসপাড়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের উপদেষ্টামণ্ডলীর প্রধান উপদেষ্টা শ্রী গোপাল চন্দ্র সাহা। একই সভায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২৫-কে কেন্দ্র করে গঠিত হয় প্রভাতী দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের নতুন দুর্গোৎসব পরিচালনা কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী গণেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শ্রী বেবীন্টন দাস কিরণ।
নবনির্বাচিত উভয় কমিটির সকল সদস্যকে মন্দিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মহিলা সদস্যরা উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সকলের মঙ্গল ও সুস্থতার জন্যে প্রার্থনা জানান।
দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দির পরিবার নতুন নেতৃত্বের প্রতি অগাধ আস্থা প্রকাশ করে মন্দির ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।