প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২০:৫৫
শাহরাস্তিতে জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ২০২৫) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রশিবিরের শাহরাস্তি শহর সভাপতি আক্তার হোসেন শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি, জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজাউল করিম শাকিল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
|আরো খবর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু নছর আশ্রাফী, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, শাহরাস্তি পৌর আমীর মাও. জাহাঙ্গীর আলম, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি মো. কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর (IBWF)-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি হাফেজ শাহজালাল, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মাহবুব আলম, শাহরাস্তি পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মাও. আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও জেলা শিবিরের সাবেক অফিস সম্পাদক আল আমিন হোসেন সোহাগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শাহরাস্তি উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি আল আমিন হোসেন, শাহরাস্তি দক্ষিণ শাখার সভাপতি কাউছার আলম, সেক্রেটারি ওমর ফারুক, শহর সেক্রেটারি শাহেদ আলী তাহমিদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।