প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১:০৮
চাঁদপুর পৌরসভার নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির বার্ষিক সাধারণ সভা
সঞ্চয়সহ ৫টি সিডিসি সফলভাবে সম্পন্ন হচ্ছে
---- পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া

‘এসো সঞ্চয় করি, সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পৌরসভার আয়োজনে ও মেঘনা নদীর পাড় টিলা বাড়ি সিডিসি, যমুনা রোড সিডিসি, রেলওয়ে পাইলট হাউজ সিডিসি ও কবরস্থান সিডিসির অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর পৌর পাঠাগারে এই আয়োজন সম্পন্ন হয়।
|আরো খবর
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপ-সচিব) মো. গোলাম জাকারিয়া।
প্রধান অতিথি বলেন, এ প্রকল্পের সাথে ২২ হাজার ৫শ’ পরিবার জড়িত। তার মানে প্রায় ১ লাখ পৌর নাগরিক এ সঞ্চয় প্রকল্পের সুবিধা ভোগ করছে। সিডিসিগুলোর প্রতি আমার কোনো নেগেটিভিটি নেই, পাঁচটি কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে সঞ্চয়। চাঁদপুর পৌরসভা সঞ্চয়সহ ৫টি সিডিসি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আপনারা সঠিকভাবে সঞ্চয় করে নিজেদের ভাগ্য উন্নয়ন করবেন, সাথে সাথে যে ঋণ গ্রহণ করছেন তা সঠিকভাবে পরিশোধ করবেন। পৌরসভার প্রান্তিক নাগরিকদের জীবনমান উন্নয়নে আপনাদের মাধ্যমেই কাজ করা হচ্ছে, আপনাদের বসবাসের এলাকার রাস্তার উন্নয়ন কাজ আপনারাই করছেন। এ কারণে কাজও ভালো হয়েছে বলে আমরা মনে করি। এতে ঠিকাদারদের পেছনে অর্থ ব্যয় করতে হয়নি।
চাঁদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া ও হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার কর বিভাগের কর্মকর্তা মো. আসাদ্দুজামান শাহরিয়ার, কমিউনিটি কর্মী নুরুন নাহার ও সিডিসি নেত্রী শিল্পী সাহা।
অনুষ্ঠান পরিচালনা করেন ফারজানা নিলা ও বার্ষিক রিপোর্ট পেশ করেন লিটন দাস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাতেমা হক মুক্তা ও পবিত্র গীতা পাঠ করেন সান্ত্বনা দাস।
উল্লেখ্য, সিডিসির আত্মকর্মসংস্থানমূলক সঞ্চয় ও ঋণ কার্যক্রমে ৫৭টি সিডিসির মধ্যে সঞ্চয়ী সদস্যের সংখ্যা ৩৮৮৫ জন। এ সদস্যদের জমাকৃত সঞ্চয়ী মূলধন জুন ২০২৫ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৬৯৩ টাকা। এ পর্যন্ত ১ হাজার ৭২৮ জনের মাঝে ৩ কোটি ৫২ লাখ ৯৭ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।