রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২২:১৩

বাগাদী চৌরাস্তায় ‘কিডস কিংডম’ পার্ক উদ্বোধন

বিশেষ প্রতিনিধি।।
বাগাদী চৌরাস্তায় ‘কিডস কিংডম’ পার্ক উদ্বোধন

চাঁদপুর শহরতলীর বাগাদী চৌরাস্তায় শিশুদের বিনোদনের জন্যে নির্মিত ‘কিডস কিংডম পার্কে'র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) রাত সাড়ে ৮টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল গাজীসহ অন্য নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকাবাসীর জন্যে নতুন বিনোদন স্পট হিসেবে কাজ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়