রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৯

জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে জেলা খেলাফত মজলিসের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।।
জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে জেলা খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‌শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বাদ জুমা চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু তাদের দোসররা এখনো ক্ষমতার মসনদের বিভিন্ন জায়গায় বসে আছে। ফলে এখন পর্যন্ত জুলাই- আগস্টে গণহত্যাকারীদের বিচারের কার্যকর কোনো ভূমিকা আমরা দেখছি না। উল্টো দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ এবং পতিত আওয়ামী লীগের নেতারা অরাজকতার চেষ্টা করছে। সম্প্রতি তারা গোপালগঞ্জে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ছাত্রনেতাদের ওপর হামলা করেছে। আমরা অবিলম্বে গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের দাবি করছি। পাশাপাশি গোপালগঞ্জে ছাত্রনেতাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এখনো দেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই স্বৈরাচারবিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দুর্নীতিবাজ, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজপথে নামার সুযোগ দেওয়া যাবে না। বিশেষ করে আলেম সমাজ এবং ইসলামী

দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশব্যাপী বিচ্ছিন্নভাবে যেসব চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় ও শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, যুবনেতা মাওলানা তারেক হাসান, আমেলা সদস্য মাওলানা শরিফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ ও খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ আবু ইউসুফ, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়