প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২১:২২
অগ্নিদগ্ধ শিশু মারজিয়ার চিকিৎসায় স্মৃতিময় যুব সংঘের অর্থ সহায়তা প্রদান

অর্থের অভাবে চিকিৎসা সংকটে থাকা অসহায় অগ্নিদগ্ধ শিশু মারজিয়ার চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে স্মৃতিময় যুব সংঘ। ১৮ জুলাই ২০২৫ (শুক্রবার) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু মারজিয়ার পরিবারের হাতে দ্বিতীয় ধাপে অর্থ সহায়তা তুলে দেন স্মৃতিময় যুব সংঘের সদস্যরা। এ নিয়ে দুবারে মারজিয়ার পরিবারের হাতে নগদ ৫৯ হাজার ২শ' টাকা তুলে দেয় চাঁদপুরের সামাজিক ও মানবিক এ সংগঠনটি।
|আরো খবর
স্মৃতিময় যুব সংঘের সদস্যরা জানায়, গত ১১ জুলাই শুক্রবার চাঁদপুর সদর উপজেলার মধ্য রঘুনাথপুর গ্ৰামে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয় অসহায় পরিবারের সন্তান শিশু মারজিয়া। শরীরের প্রায় অধিকাংশ পুড়ে যাওয়া শিশুটিকে তার পরিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। এ সময় টাকার অভাবে তার চিকিৎসা সংকটে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসে স্মৃতিময় যুব সংঘের প্রতিনিধি দল। সরজমিনে গিয়ে তারা জানতে পারেন মারজিয়ার বাবা পেশায় একজন কাঠমিস্ত্রী। পরিবারটি খুব অসহায় ও গরিব। এরপর সংগঠনের অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে মারজিয়ার চিকিৎসার দায়িত্ব নেয় স্মৃতিময় যুবসংঘ। তাদের সাথে সৌদি প্রবাসী মহসিন পাটোয়ারী তার বন্ধুদের সহযোগিতায় ১৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
সংগঠনের সদস্যরা বলেন, আলহামদুলিল্লাহ্ সকলের দোয়া এবং সহযোগিতায় মারজিয়ার অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আরো কিছুদিন হাসপাতালে থাকা লাগবে। কেউ যদি অসহায় মারজিয়ার জন্যে সহযোগিতা পাঠাতে চান তাহলে সরাসরি মারজিয়ার পরিবারের সাথে যোগাযোগ করে দিতে পারবেন। মারজিয়ার বাবা মুজিব বেপারীর ফোন নাম্বারে এই সহযোগিতা পাঠাতে পারেন (0 1821-804161)। ইতোমধ্যে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে স্মৃতিময় সংঘের নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী আপনারা মানবিক কাজে সবসময় আমাদের সাথে এগিয়ে আসবেন।