সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৯:৩৩

কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

আলমগীর তালুকদার।।
কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান।

কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই ২০২৫) কচুয়া বিশ্বরোডে অবস্থিত তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত পরিচিতি সভায় এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্য সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহজাহান। এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, কমিটির উপদেষ্টা অধ্যাপক নাজির আহমেদ, একেএম সফিউল্লাহ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডা. মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, শিক্ষা সচিব শাহজালাল মজুমদার, কোষাধ্যক্ষ ফখরুদ্দিনসহ আরো অনেকে। সভায় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়