সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১২:৪২

শাহরাস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাহেব বাজার পরিদর্শনে ইউএনও

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
শাহরাস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাহেব বাজার পরিদর্শনে ইউএনও

শনিবার (১২ জুলাই ২০২৫) শাহরাস্তি সাহেব বাজারে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এ সময় উপজেলা ও পৌরসভা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগুনে পুড়ে যাওয়া কাপড়ের দোকানদার সুজনকে তার মা ঋণ করে দোকান করে দিয়েছেন বলে উপজেলা নির্বাহী অফিসারকে জানান। বর্তমানে তাদের ঘরে কোনো ধরনের খাবারের চাল নেই বলে আর্থিক সংকটের কথা তুলে ধরেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাপড়ের ব্যবসায়ী সুজন।

সুজনের মায়ের কথা শুনে তাৎক্ষণিক পৌরসভা থেকে চালসহ যাবতীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক বরাবর সহায়তার আবেদন দিতে বলেন, পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুদি দোকানের মালিক মোস্তফা ভূঁইয়া এবং মিম সুইটের মালিক মোস্তাকিম সহ বাজারের অন্য ব্যবসায়ীরা ইউএনও'র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়