প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৩:০৬
শাহরাস্তিতে আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের গাছের চারা বিতরণ

'আসুন পরিবেশের ভারসাম্য রাখতে বেশি করে গাছ লাগাই' এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ সাহেব বাজারে আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আবদুর রহমান আর্জুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। উপস্থিত ছিলেন আন নূর ইসলামী পাঠাগারের সহকারী সেক্রেটারী মারুফ মজুমদার, সহকারী অফিস সম্পদক রায়হান হোসেন, আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ পরিচালনা কমিটির সদস্য শাফায়ত, হৃদয়, শান্ত প্রমুখ।