প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২৩:৫৭
হাইমচরে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

হাইমচর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটি এবং উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
|আরো খবর
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মহুরি, হাইমচর থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাস্টার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।