প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২৩:০৭
রায়পুরে ৩৫ প্রতিষ্ঠানের ২৮৯জন জিপিএ-৫ পেয়েছে

বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুরে ৩৫ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮৯জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও ৮৪ জন জিপিএ-৫ পেয়ে জেলার মধ্যে ভালো সুনাম অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। স্কুল পর্যায়ে ৭৮.৭৩%, মাদ্রাসা পর্যায়ে ৮৬.৩৩% ও ভোকেশনাল পর্যায়ে ৯৬.৮৪% ফলাফল অর্জন করে।
|আরো খবর
জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো : রায়পুর সরকারি মার্চ্চেন্ট একাডেমী থেকে ৪৬জন, এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ থেকে ৮৪জন, হায়দরগঞ্জ মডেল স্কুল থেকে ২১জন, চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১০ জনসহ ২২টি স্কুল থেকে মোট ২২৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
রায়পুর উপজেলায় ৩০টি স্কুল থেকে ২ হাজার ৪৯৭ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৯৬৬ জন উত্তীর্ণ, ২১টি মাদরাসা থেকে ৮৯৩ জন পরীক্ষা দিয়ে ৭৭১ জন উত্তীর্ণ ও ৪টি প্রতিষ্ঠানের ভোকেশনাল গ্রুপ থেকে ১৯০ জনের মধ্যে ১৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছো। এছাড়াও রায়পুর কামিল মাদ্রাসা থেকে ১০ জন, হায়দারগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা থেকে ১০জন, হামছাদী কাজির দির্ঘীরপাড় দাখিল মাদ্রাসা থেকে ৮ জন, গাজিনগর দারুস সুন্নাত দাখিল মাদরাসা থেজে ৮ জন সহ ১০টি মাদরাসা থেকে মোট ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।
অপরদিকে তিনটি বিদ্যালয় থেকে ভোকেশনালে ১৩ জন জিপিএ-৫ অর্জন করেছেন। রায়পুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে রায়পুর উপজেলায় ভাল করেছে। অভিভাবকগণ আরেকটু সচেতন হলে আরও বেশি ফলাফল অর্জন সম্ভব হবে।