শুক্রবার, ১১ জুলাই, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৯:৫৭

শাহরাস্তিতে চলমান মামলা থাকার পরও অবৈধভাবে জমি জবরদখল

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে চলমান মামলা থাকার পরও অবৈধভাবে জমি জবরদখল

শাহরাস্তি উপজেলার ৭৫নং, দাদিয়াপাড়া মৌজায় ৩৫৭ ও ২২৪নং খতিয়ানের ৩ (তিন) একর জমি সংক্রান্ত বিষয়ে বাদি নুরুল হক গং এবং জরিনা খাতুন, আবদুল মমিনের মধ্যে বিজ্ঞ ল্যান্ডসার্ভে ট্রাইবুন্যাল আদালত চাঁদপুরে ৬৬/২০২৫ আপিল মামলা চলমান। মামলা চলমান থাকায় ১নং বিবাদী জরিনা খাতুন গং গত ০৭/৭/২০২৫ তারিখে ৩২১ নং দাগের ০.৩ (একর) ভূমি নিজের ইচ্ছামতো পরিমাপ করে খুটি স্থাপন করে। এতে বাদী নুরুল হক গং মামলার বিষয় অবগত এবং খুঁটি স্থাপন করতে বাধা প্রদান করেন। এতে তারা বাদীর উপর ক্ষিপ্ত হয়ে হুমকি-দমকি প্রদান করেন। বাদী নিরুপায় হরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরাস্তি থানা বরাবর অভিযোগ করেন। ১০/৭/২০২৫ তারিখে বিবাদীর দুই ছেলে জামাতাসহ স্থানীয় কিছু কুচক্রী মহলসহ দখলীয় জমিতে অবৈধভাবে ঘর নির্মান করেন। তারা আইনকে বৃদ্ধাগুলি দেখায়। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়