প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৮:১৯
শাহরাস্তিতে ৮৭ জন পেলো ৪৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা

ক্যান্সার , কিডনি, লিভার, হার্টসহ জটিল রোগে আক্রান্ত উপজেলার ৮৭ জন রোগী ৫০ হাজার টাকা করে ৪৩ লাখ ৫০ হাজার টাকার সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা পেয়েছেন। বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে রোগীদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
|আরো খবর
অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন সময়ে জটিল ও কঠিন রোগে আক্রান্তদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আবেদনকৃত অনেকেই ইতোমধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আইসিটি কর্মকর্তা শাহজাহান ও যুব উন্নয়ন কর্মকর্তা সামছুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে ৪টি এতিমখানায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।