প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২০:৪১
শাহমাহমুদপুরের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড. তাহের হোসেন রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড. তাহের হোসেন রুশদীর শুক্রবার (৪ জুলাই ২০২৫) ৭ম মৃত্যুবার্ষিকী। এইদিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা.) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
|আরো খবর
৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে : শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান।
এছাড়া এদিন রুশদী পরিবারের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোর্ডিং, ছাত্রাবাস ও পূর্ব শাহতলীস্থ এতিমখানায় তবররুক বিতরণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সারওয়ার অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবী অ্যাড. তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারি, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, অ্যাড. তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদীর পিতা।