প্রকাশ : ২৭ মে ২০২৫, ২২:০৫
কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে ছাত্রদল নেতার প্রশংসনীয় উদ্যোগ

বেশ কয়েক মাস যাবত চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ডে চাঁদপুর শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে। এই কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে এক পর্যায়ে শহরবাসী দীর্ঘদিন যাবত রাজনৈতিক দলগুলোর প্রতি সদিচ্ছার আহ্বান জানান। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর এ বিষয়ে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
জানা যায়, মঙ্গলবার (২৭ মে ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে হাজী মহসীন রোড এলাকায় কিশোর গ্যাংয়ের দু গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ ঘটনা চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ দেখে তিনি তার কিছু রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের ধাওয়া করেন। এ সময় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তবে সোহাগ তাদের ফেলে রাখা দেশীয় ৭টি অস্ত্র (চাইনিজ কুড়াল, চাপাতি, কিরিচ) উদ্ধার করেন এবং তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে মডেল থানা পুলিশের একটি ফোর্স পাঠিয়ে এই অস্ত্রগুলো মডেল থানা পুলিশের হেফাজতে নেন।
জিয়াউর রহমান সোহাগ জানান, এ সময় তার সাথে জেলা ছাত্রদল নেতা মামুন বহরদার, রাকিব মাহমুদ পরশ, হৃদয় খান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মুন্সি উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ প্রশংসায় ভাসছেন।