প্রকাশ : ২৫ মে ২০২৫, ২০:৫৬
‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ ২০২৪-২৫)’র আওতায় রোববার (২৫ মে ২০২৫) বেলা সাড়ে ১১টার সময় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হলরুমে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তপন বেপারী।
|আরো খবর
জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফয়েজ আহমেদ প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. শাহজাহান প্রমুখ।আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সমাজ ও বিশ্ব গঠনে এবং বৈষম্য দূরীকরণে প্রাচীনকাল থেকে তরুণদের অবদান ও তরুণ নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এই যুদ্ধ এখন বৈষম্যের বিরুদ্ধে, এই যুদ্ধ এখন মাদকাসক্তির বিরুদ্ধে, সকল অকল্যাণের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আর নিজেকে সুস্থ-স্বাভাবিক রাখার জন্যে সংগ্রাম করে যাওয়া। বক্তারা আরো বলেন, এদেশের শ্রমশক্তি প্রধানত নির্ভরশীল যুব জনগোষ্ঠীর ওপর। প্রবাসী শ্রমিক এবং তৈরি পোশাক শিল্পে তরুণ সমাজের অংশগ্রহণই বেশি। অর্থাৎ দেশের অর্থনীতির চালিকা শক্তি যুবসমাজ। দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্যে যুব সমাজকে গুরুত্ব দিয়ে প্রণীত হওয়া দরকার সকল কর্ম-পরিকল্পনা। তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে। উৎসাহী করতে হবে জ্ঞান চর্চায়। ব্যবসা-বাণিজ্য কিংবা বিনিয়োগে এগিয়ে এলে সরকারি তদারকি রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিত্তশীল গৃহের সন্তান অপরাধী হলে তাদের জবাবদিহি করতে যেনো বাধ্য হয় সেই আইনি কাঠামো তৈরি করতে হবে। তারা বলেন, বেকারত্ব, চাকরিতে তদবির বাণিজ্য আর শিক্ষা জীবন শেষে সুন্দর ভবিষ্যতের অভাব এবং বিনোদনের শূন্যতা এখনকার তরুণ সমাজকে ফেসবুককেন্দ্রিক মোবাইলবৃত্তের মধ্যে আবদ্ধ করেছে। এসব নেতিবাচক অনুষঙ্গ থেকে মুক্ত করে তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করাই হোক তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তির জয়গানের মূলমন্ত্র।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ শতাধিক তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।