প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩:৩৭
কচুয়ায় ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি
ভূমি সেবার জন্যে কোনো মাধ্যম ব্যবহার করার প্রয়োজন নেই

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যে কচুয়ায় ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার কচুয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এ উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে কচুয়া বাজার প্রদক্ষিণ শেষে ভূমি অফিসে এসে মিলিত হয়। পরে ফিতা কেটে নাগরিক সেবার জন্যে নির্মিত বাতায়নের উদ্বোধন করেন। যেখানে বসে সেবা গ্রহীতাগণ সহজে সেবা নিতে পারবে।
মেলা উদ্বোধনকালে তিনি বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করার লক্ষ্যে অনলাইনে ভূমি অফিসের কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। ঘরে বসেই মেবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন করসহ অন্যান্য সেবা নেওয়া সম্ভব। নামজারি খারিজ করার জন্যে কোনো প্রকার মাধ্যম না ধরে সরাসরি সেবা গ্রহীতাগণ সেবা নিতে পারবে। এতে জনগণের ভোগান্তি কমে যাবে, তাই কোনো প্রকার মাধ্যম ব্যবহার না করার আহ্বান জানান। সকল নাগরিকের সেবা দিতে আমরা সর্বদা কাজ করছি। তিনি সকল ভূমির মালিককে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের আহ্বান জানান।
সেবা নিতে আসা আবদুল আউয়াল ও বিতারা গ্রামের রফিকুল ইসলাম মজুমদার বলেন, আমরা কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছি। আমরা এ জন্যে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি স্যারকে ধন্যবাদ জানাই।এ সময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির আলম নসু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার আবুল কালাম, নাজির মোহাম্মদ আলী, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অফিস সহকারী জাকির হোসেন, সার্টিফিকেট সহকারী লিনিয়া আহমেদ ও সকল ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।