প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৪৮
তরপুরচণ্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৩ মে ২০২৫) রাত ৯টায় ইউনিয়ন ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এই পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা জামিল আহমাদ জাকির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে এ দেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার মন্ত্রীরা কোটি কোটি টাকা দেশ থেকে লুট করেছে, পাচার করেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, নতুন করে আর যেনো স্বৈরাচার এ দেশে আসতে না পারে। এজন্যে আমাদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতা-কর্মীকে দেশপ্রেমের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মানবতার ব্যাপারে কোনো ছাড় দেয়া যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মারুফ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রব তফাদার, দপ্তর সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান প্রমুখ।
এছাড়া পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।