রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:৪৬

বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার।।
বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শনে জেলা প্রশাসক
চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স পরিদর্শন করেন বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা জামে মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বাসস্ট্যান্ড মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

শুক্রবার (২৩ মে ২০২৫) জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।

পরে তিনি মুসল্লিদের সাথে নিয়ে পৌর কবরস্থানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খরব নেন। এ সময় তিনি মাদ্রাসার হুজুরদের সাথে মতবিনিময় করেন। মাদ্রাসার এতিম ও সাধারণ শিক্ষার্থীদের থাকা ও খাওয়াসহ বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন। তিনি অচিরেই পুরো মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের বর্তমান সকল প্রকারের অবস্থান সম্পর্কে তাকে লিখিতভাবে অবহিত করতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাও. আব্দুর রশিদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাসস্ট্যান্ড মসজিদ কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. সেলিম আকবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংবাদিক মিজান লিটন, হাবিব খান, প্লেটো, পায়েল, কামরুল পাটোয়ারী ও এলাকার মুসল্লিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়