রবিবার, ২৫ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:০৪

চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

হাইমচরের অসহায় হিন্দু পরিবার সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়েছে

অনলাইন ডেস্ক
হাইমচরের অসহায় হিন্দু পরিবার সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়েছে

হাইমচরে হিন্দু পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৪ মে ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোপাল কৃষ্ণ মাঝি, মলিনা দাস, অমূল্য মাঝি, জুগল মাঝি ও দেবযানি সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোপাল কৃষ্ণ মাঝি উল্লেখ করেন, হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মহজমপুর গ্রামের একমাত্র হিন্দু সনাতন ধর্মের বাসিন্দা আমরা। আমাদের পার্শ্ববর্তী গ্রামের তালুকদার বাড়ির আবদুস সালাম তালুকদার, আবদুর রহিম তালুকদার, আবদুর কাদের তালুকদার এবং আমাদের পার্শ্ববর্তী গাজী বাড়ির আবদুস সাত্তার গাজী, আনোয়ার উল্লা গাজী, সহিদউল্লা গাজী, মাসুদ গাজী, হান্নান গাজী, মান্নান গাজীসহ বেশ কিছু ব্যক্তি এলাকার ভূমিদস্যু এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক ও খরিদা সম্পত্তি নিজেদের বলে দাবি করে আসছে। তারা আমাদের বাড়ি, বাগান, পুকুর, ফসলি জমি জোরপূর্বক দখল করে নিজেদের বলে দাবি করছে। আমাদেরকে বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা যে কোনো মূল্যে আমাদেরকে উচ্ছেদ করবে এবং জায়গা জমির দখল নিতে বেপরোয়া আচরণ করছে। তারা ইতোমধ্যে জোরপূর্বক দুটি পুকুর, বাগানবাড়ি এবং ক'টি জমি জোরপূর্বক দখল করে নেয়। আমরা এ বিষয়ে স্থানীয় গণ্যমান্যদের কাছে নালিশ করলে এলাকার সালিসগণ আমাদের এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই ও পর্যালোচনা করে তাদের অবৈধ দখলে আমাদের ৩ একর জমি রয়েছে বলে জানান। এরপরে বিবাদীগণ আরো বেশি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। গত ১৯ মে ২০২৫ তারিখে আমাদের দখলীয় এবং মালিকীয় জমিতে আমরা বসত বাড়ি তৈরি করার উদ্দেশ্যে গাছ গাছড়া কাটতে গেলে তারা বাধা প্রদান করে। তারা পুলিশ এনে আমাদেরকে অবৈধভাবে গাছ গাছড়া কাটতে বাধা দেয় এবং বসতবাড়ি যাতে নির্মাণ না করি এজন্যে নিষেধ করে। এদিকে ২০ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আমাদের মালিকীয় ও দখলীয় জমিতে কোনো ধরনের স্থাপনা না করার অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে আসে। এতে করে আমরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিবাদীগণ আমরা যাতে আমাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই এজন্যে বিভিন্ন মারফত হুমকি- ধমকি প্রদান করছে। আমরা যদি নিজেরা স্বেচ্ছায় আমাদের ঘরবাড়ি এবং জায়গা জমির দখল ছেড়ে চলে না যাই, তাহলে তারা আমাদের পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে এবং আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করছে। তারা প্রতিনিয়ত আমাদের বাড়িতে এসে এ ধরণের হুমকি-ধমকি প্রদান করছে। এতে করে আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। আমরা এ বিষয়ে বহুবার অভিযোগ দিয়েও কোনো ধরণের প্রতিকার পাইনি। তারা আমাদের নামে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং আরো মামলা দিয়ে আমাদের ঘরবাড়ি ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে।

আমাদের জমিজমা সংক্রান্ত বিষয়ে এলাকার মুরুব্বী তাজুল ইসলাম গাজী সহযোগিতা করায় তাঁকে তারা মামলার আসামী করে হয়রানি করছে। এতে করে মামলা এবং হয়রানির ভয়ে তিনিসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে না। আমাদের পারিবারিক সম্পত্তি রক্ষা এবং আমাদের জীবনের নিরাপত্তা প্রদানের জন্যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ জানাই।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, কার্যকরী সদস্য জাকির হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়