প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৬:৪৬
একজনের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেকজনের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৫ ) সকাল সাড়ে দশটার সময় বাবুর্চি ঘাট মসজিদের পশ্চিম পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন। মৃত দুজন হলেন : মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৩)।
মন্টু ঢালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে আনোয়ার খান পুরাণ বাজার চাউলপট্টিতে গদিঘর লেবার হিসেবে কাজ করতেন। তার উপযুক্ত দুটি মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু গাজী তার বসতঘরের সামনে প্রতিবেশী আনোয়ার খানের সাথে কথা বলছিলেন। এ সময় তারা জানতেন না ঘরের বেড়ার টিন বিদ্যুতের আর্থিং তারে
বিদ্যুতায়িত রয়েছে। মন্টু ঢালী প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা আনোয়ার তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মন্টু ঢালী ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ডের মেম্বার সিরাজ দিদার জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুৎ তারের আর্থিং সমস্যা থেকে বসতঘর বিদ্যুতায়িত ছিলো। ওই সময় গৃহকর্তা মন্টু ঢালীর সাথে আনোয়ার খান মেয়ের সম্বন্ধের বিষয়ে কথা বলে চলে যাচ্ছিলেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি ঘরের বেড়ার টিনের মধ্যে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন। পরে দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্মরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার
(আরএমও) ডা. আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই দুজন মারা যান ।
এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম উভয় মরদেহের সুরতহাল তৈরি করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এই ঘটনায় নিহত দু পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পোস্টমর্টেম না করার আবেদন করলে আইনি প্রক্রিয়ায় দুটি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্য মামলা রুজু করা হয়েছে।