বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:৪৮

যাতায়াতের পথ বন্ধ করে দিলো প্রভাবশালী।। আদালতে মামলা

মতলব উত্তর ব্যুরো।।
যাতায়াতের পথ বন্ধ করে দিলো প্রভাবশালী।।  আদালতে মামলা
মতলব উত্তরে যাতায়াতের এই পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী।

মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের গোড়াইরকান্দি গ্রামে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী দুই ভাই। ফলে যাতায়াত করতে না পারায় চরম বিপাকে পড়েছে এলাকাবাসী। এ ঘটনায় ১৯ মে ২০২৫ তারিখে ওই গ্রামের সুরুজ মিয়া চাঁদপুরের বিজ্ঞ আদালতে মানিক কাজী ও মোতাহের কাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোড়াইরকান্দি খানকা শরীফ হতে সুরুজ মিয়ার বাড়ি হয়ে বিলে একটি রাস্তা গেছে। গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে এলাকার সাধারণ মানুষের চলাচলের মূল পথ কাঠ, বাঁশ এবং বিভিন্ন কাঁটা জাতীয় গাছের ডালপালা দিয়ে বন্ধ করে দেয়া হয়। যার কারণে এলাকার সাধারণ মানুষ হাট বাজার ও মসজিদে যাওয়া, শিক্ষার্থীরা মাদ্রাসায় ও স্কুলে যাওয়া আসা, গরু ছাগল নিয়ে বাড়ির বাইরে যাওয়া আসা করতে পারছে না। বিষয়টি এলাকার চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা স্থানীয়ভাবে বহুবার মীমাংসা করার চেষ্টা করলেও বিবাদীরা তা তোয়াক্কা করছেন না। ওই চলাচলের পথটি এলাকাবাসী ও জনসাধারণের জন্যে অতীব গুরুত্বপূর্ণ পথ। এই পথ ছাড়া এলাকার জনসাধারণ চলাচলের ও কৃষি কাজের জন্যে ভিন্ন কোনো পথ নেই। এই গুরুত্বপূর্ণ রাস্তাটি কাশিমনগর গ্রামের গফুর কাজীর ছেলে মানিক কাজী ও মোতাহের কাজী অমানবিকভাবে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে এবং রাস্তার মাটি কেটে নিয়েছে।

মামলার বাদী সুরুজ মিয়া বলেন, আমি গোড়াইরকান্দি মৌজায় ১২নং দাগে ৩৫ শতাংশ জমির মধ্যে ৮.৭৫ শতাংশ জায়গা ক্রয় করে বাড়ি তৈরি করে বিগত ১০ বছর যাবৎ বসবাস করছি এবং এই পথটি দিয়ে চলাচল করছি। পাশেই ৮১নং দাগে ৪১ শতাংশের মধ্যে ৭.১৪ শতাংশ জায়গা আমার ভাই ক্রয় করে বনায়ন করেছেন। আমাদের বাড়ির আশপাশের সকল প্রতিবেশী এই পথ দিয়ে যাতায়াত করে। এই পথটি বন্ধ করে দেয়ায় আমরা খুবই বিপাকে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না।

গোড়াইরকান্দি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও মোমেনা বেগমসহ আরো কয়েকজন বলেন, এই পথটি দিয়ে প্রায় ৩০ বছর ধরে যাতায়াত করছি। বিলে আসা যাওয়া, কৃষি কাজ করতে যাওয়ার জন্যে পথটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি বন্ধ করে রাখার কারণে আমাদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। পথের বেড়া খুলে দিয়ে দ্রুত পথটি উন্মুক্ত করে দেয়ার জন্যে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই। এ ব্যাপারে বিবাদী মানিক কাজী বলেন, এই জায়গা দিয়ে আমি কোনো চলাচলের রাস্তা দিবো না, কারণ এটা আমার ব্যক্তিগত জায়গা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়