বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:৩৩

সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর কার্যকরী কমিটির নির্বাচন ৩১ মে

স্টাফ রিপোর্টার।।
সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর কার্যকরী কমিটির নির্বাচন ৩১ মে

সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) কার্যকরী কমিটি নির্বাচনের এই তফসিল লিখিতভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে শনিবার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২১ মে ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২২ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সাহিত্য একাডেমী থেকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ মে ২০২৫। মনোনয়নপত্র জমা দেয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সাহিত্য একাডেমীতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২৫। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ওইদিন জেলা প্রশাসক কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে অংশগ্রহণের জন্যে যেসব শর্ত মানতে হবে তা হচ্ছে, সহ-সভাপতি ও মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহে জমা দিতে হবে ১ হাজার টাকা এবং পরিচালক ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহে দিতে হবে ৫শ' টাকা জমা। নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের মিছিল, জনসভা, শোভাযাত্রা, লাউড স্পিকার, পোস্টার এবং মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না। নির্বাচনী প্রচারণায় ৫ দশমিক ৫ ইঞ্চি বাই ৮ দশমিক ৫ ইঞ্চি সাদা কালো লিফলেট ব্যতীত অন্য কোনো খাতে অর্থ ব্যয় বা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না। নির্বাচন বিষয়ে জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সাহিত্য একাডেমীর কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে আগামী শনিবার (২৪ মে ২০২৫) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ক্যাপশন

সাহিত্য একাডেমী, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়