প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:২৫
ফরিদগঞ্জ লেখক ফোরাম ও সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা
সন্তানরা বিপথে গেলে দায়ভার অভিভাবকদের উপরেই বর্তায়
........ইউএনও সুলতানা রাজিয়া

ফেব্রুয়ারি মাসে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও অভিনয় শিল্পীসহ সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের সংবর্ধনা প্রদান করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন। বুধবার (২১ মে ২০২৫) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। একুশে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য ও সহযোগী প্রতিষ্ঠান খুনজুড়ি শিল্প একাডেমির খুদে শিল্পীদের মাঝে এই সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনারা যেনো আপনাদের সন্তানদের এমন পরিবেশ তৈরি করে দিতে পারেন, যেখানে গেলে তারা তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়। সন্তানেরা যখন বিপথে যায়, তখন এর দায়ভার অভিভাবকদের উপরেই যায়। কারণ, আমরা তাদেরকে তাদের উপযুক্ত পরিবেশ দিতে পারি না। তারা এখন মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এই দায়ভারও আমাদের ওপর বর্তায়। তাদেরকে আমরা ভালো অ্যাক্টিভিটিগুলোতে ব্যস্ত রাখতে পারি না। যদি রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা মোবাইলে আসক্ত হতো না। আমরা সকল অভিভাবক যদি চাই তাহলে সন্তান ভালো হবেই। সবার সন্তান যদি ভালো হয় তাহলে আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এজন্যেই যখন আপনি আপনার সন্তানের পেছনে সময় দেবেন, প্রকারান্তরে আপনি কিন্তু দেশের জন্যেও কাজ করবেন। সকলের ভেতরে এই বোধটুকু জেগে উঠুক, এটাই আজকের অনুষ্ঠানে প্রত্যাশা থাকলো।
|আরো খবর
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, মো. অলিউল্যাহ, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা ডা. ইমাম হোসেন সৌরভ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক মোবারক করিম, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন খান, অভিভাবক নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠানে মোট ৩৫ জন সাহিত্য ও সংস্কৃতি কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি কর্মী, ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য এবং খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।