প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:০৬
মতলব দক্ষিণে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা ।। আটক ২

মতলব দক্ষিণে মাদক সেবনে বাধা দেয়ায় অতর্কিত হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে আহত করেছে কিশোর গ্যাং সদস্যরা। সোমবার (১৯ মে ২০২৫) রাতে উপজেলার নারায়ণপুর পশ্চিম বাজারে কালীবাড়ির রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ব্যবসায়ীর নাম আব্দুল্লাহিল কাফি (৫০)। তিনি নারায়ণপুর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি এজাহার করেছেন। এজাহারের পর অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত দুজনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহাম্মদ।
|আরো খবর
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজারের আল আরাফা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী আব্দুল্লাহিল কাফি সোমবার রাত ১০টার দিকে এজেন্ট ব্যাংক থেকে বাসায় যাওয়ার পথে নারায়ণপুর কালীবাড়ির রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা কিছু কিশোর গ্যাং সদস্যদের নিয়ে উপজেলার ঘিলাতলী এলাকার মাঈনউদ্দিনের ছেলে শাকিল, একই এলাকার রাকিব ও মাছুয়াখাল এলাকার মজিবুর রহমানের ছেলে নাহিদ মাদক সেবন করছিল। এ সময় আব্দুল্লাহিল কাফি তাদেরকে মাদক সেবন করতে বাধা দেন। এতে মজিবুর রহমান, মাঈন উদ্দিন, শাকিল, রাকিব ও নাহিদসহ অজ্ঞাত কিশোর গ্যাং সদস্যরা ক্ষিপ্ত হয়ে কাফির উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল্লাহিল কাফিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম করে হামলাকারীরা। তখন আব্দুল্লাহিল কাফির ডাক-চিৎকারে তার স্ত্রী রাবেয়া আক্তারসহ আশপাশের দোকানদাররা এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলার সময় কাফির ব্যাগে থাকা এজেন্ট ব্যাংকের মূল্যবান কাগজপত্র ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে আব্দুল্লাহিল কাফিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
হামলার শিকার আব্দুল্লাহিল কাফি বলেন, কিশোর গ্যাং সদস্যদের মাদক সেবনে বাধা দেয়ায় তারা আমার ওপর অতর্কিত হামলা করে। তারা প্রতিদিন কালীবাড়ির রাস্তায় আড্ডা দেয়। এ সময় তারা মেয়েদের ইভটিজিং করে এবং রাত হলে মাদক সেবন করে। এই মাদক সেবনে বাধা দেয়ায় আমার ওপর সন্ত্রাসী হামলা করে তারা। স্থানীয় এলাকাবাসী জানায়, নারায়ণপুর কালীবাড়ির এই রাস্তাটিতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সদস্যদের আড্ডা চলে। এ সময় তারা স্কুল-কলেজগামী ছাত্রীদের বিভিন্নভাবে ইভটিজিংসহ মাদক সেবন করে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করে না। সংশ্লিষ্ট প্রশাসন যেনো কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাঈন উদ্দিন জানান, কাফি প্রথমে ঘটনাস্থলে কয়েকজনকে গালাগালি করে। পরে তাদের সাথে মারামারির ঘটনা ঘটে। আমি মারামারি থামানোর চেষ্টা করেছি। অপর অভিযুক্ত নাহিদ বলেন, আমি খাওয়ার পানি আনতে গিয়েছিলাম। কিন্তু কাফি কাকা আমাকেও মারধর করে।