বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ২১:৪০

পুরাণবাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ চুরি
চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোড গার্লস স্কুলের সামনে ইলেকট্রিকের এই দোকানটিতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।

চাঁদপুর শহরের পুরাণবাজার গার্লস হাইস্কুলের সামনে রয়েজ রোডে জনি ইলেকট্রিক নামে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার (২০ মে ২০২৫) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের তালা কেটে বহু মালামাল (তার, ফ্যান ইত্যাদি) এবং নগদ ১১ লাখ ৭৬ হাজার টাকা চুরি করে নিয়া গেছে।

এ বিষয়ে দোকান মালিক মধ্য শ্রীরামদী টিজি রোড এলাকার বাসিন্দা মো. হানিফ দিদার চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে সার্টার খোলা, প্রয়োজনীয় মালামাল তছনছ অবস্থায় এবং ড্রয়ার ভাঙ্গা দেখতে পান। এতে তিনি দোকানে চুরি হয়েছে বলে বিষয়টি বুঝতে পারেন। চুরি হওয়ার বিষয়টি দোকানের পাশে সি.সি. টিভি ক্যামেরায় জব্দ আছে বলে তিনি উল্লেখ করেন । চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে তিনি চাঁদপুর জেলা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়