প্রকাশ : ২১ মে ২০২৫, ১৮:৪২
গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে এসে অভিযোগকারী মো. আরাফাত হোসেন, কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের এবং নিয়োগকালীন সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরীর বক্তব্য শুনেন এবং কাগজপত্র সংগ্রহ করেন।
এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন জানান, তদন্তের শুরুতে আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি, কাগজপত্র সংগ্রহ করেছি। অভিযোগের আলোকে নিয়োগ বিধিমালা যাচাই বাছাই করে আমরা রিপোর্ট প্রদান করবো।
উল্লেখ্য, এলাকার স্থানীয় বাসিন্দা মো. আরাফাত হোসেন গত ৪ মে ২০২৫ তারিখে চাঁদপুরের জেলা প্রশাসক এবং কলেজ গভর্নিং বডির বর্তমান সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ এনে লিখিত আবেদন করেন।
অভিযোগে প্রকাশ, ২০২০ সালের ৩০ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ওই বছরের ২০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত নিয়োগ বোর্ড বর্তমান অধ্যক্ষ হরিপদ দাসকে নিয়োগ প্রদান করেন। হরিপদ দাস এর পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা স্কুল এন্ড কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগকারীর দাবি, অধ্যক্ষ পদে হরিপদ দাসকে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ বিধিমালা অনুসরণ করা হয়নি। চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের অবৈধ হস্তক্ষেপে অবৈধ উপায়ে তাকে নিয়োগ দেয়া হয়। তার বিরুদ্ধে কলেজের নামে উপজেলা পিআইও অফিস থেকে বিগত চার বছরে ৮/১০ টিআর/কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫/২০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগও করা হয়।