বুধবার, ২১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ১৫:২১

মতলবে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

থানায় হত্যা চেষ্টা মামলা ও আটক এক

রেদওয়ান আহমেদ জাকির।।
থানায় হত্যা চেষ্টা মামলা ও আটক এক
হামলায় আহত ইকবাল হোসেন ও পাশে গ্রেফতারকৃত আসামী জয়।

মতলব দক্ষিণ উপজেলা সদরের নবকলস ওয়াপদা এলাকায় সোমবার (১৯ মে ২০২৫) রাত পৌনে আটটায় সন্ত্রাসী হামলার শিকার হন মতলব পৌর ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধানের ছোট ভাই, ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রধান (৩৭)। হামলার ঘটনায় জয় নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, আটককৃত জয় উপাদী গ্রামের, বর্তমানে ঢাকিরগাঁও বালুর মাঠ এলাকার জুলফিকার আলীর ছেলে।

এদিকে হামলার শিকার ইকবাল প্রধানকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওয়াপদা এলাকায় বেশ ক'বার তাদেরকে মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করা হয়। গত সোমবার (১৯ মে ২০২৫) রাতে জয় ও তার সহযোগীরা মাদক সেবন ও বিক্রি করছিলো। এ সময় ইকবাল হোসেন তাদের মাদক সেবন করতে বাধা দেয়। তর্ক ও কথা কাটাকাটির এক পর্যায়ে জয় ও অন্যরা ইকবালকে বুকে, পিঠে ও পেটে ছুরিকাঘাত করে। ইকবালের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে ও তার স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হামলার শিকার যুবকের ভাই জাকির হোসেন প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ও পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। হয়তো ঢাকায় নিয়ে যেতে হবে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, আহতের বড়ো ভাই জাকির হোসেন প্রধান বাদী হয়ে জয়সহ পাঁচজনের নাম উল্লেখ করে ১৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। জয়কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়