মঙ্গলবার, ২০ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:১৭

তিন দফা দাবিতে চাঁদপুর মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
তিন দফা দাবিতে চাঁদপুর মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন
তিন দফা দাবিতে চাঁদপুর মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি পালন

সারাদেশের মতো চাঁদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে শাটডাউন কর্মসূচি চলছে। সোমবার (১৯ মে ২০২৫) সকাল থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ঘুরে ঘুরে দাবি আদায়ের জন্যে বিভিন্ন স্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা লিখিতভাবে ৩ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে : মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্যে অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান,

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন-সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগের বিধান চালু করা ও প্রশিক্ষণের মান উন্নত করা। কর্তৃপক্ষ এ সকল দাবি না মানলে সামনে অনির্দিষ্টকালের জন্যে কর্মসূচি বহাল থাকবে বলেও জানান তারা।

উল্লেখ্য, দেশের ছয়টি মেরিন ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়