প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৬:০৪
কচুয়ায় প্রধান শিক্ষকগণের সমন্বয় সভা ও ল্যাপটপ বিতরণ

কচুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ২০২৫) কচুয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সমন্বয় সভা ও ৭০টি প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলায় মনোযোগী করতে হবে। এছাড়াও তিনি প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, সুভাষ চন্দ্র সরকার, মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।