সোমবার, ১৯ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ২১:০৪

নামাজ পড়তে যাওয়ায় কর্মচারীকে পেটালেন প্রধান শিক্ষক

নামাজ পড়তে যাওয়ায় কর্মচারীকে পেটালেন প্রধান শিক্ষক
মো. মঈনুল ইসলাম কাজল

নামাজ পড়তে যাওয়ার অপরাধে চতুর্থ শ্রেণীর কর্মচারীকে পেটালেন স্কুলের প্রধান শিক্ষক। রোববার (১৮ মে ২০২৫) শাহরাস্তি উপজেলার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. নেয়ামত উল্লাহ জোহরের নামাজ আদায় করে ফিরে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথ 'এতো আগে কেনো মসজিদে গিয়েছে' এই অপরাধে তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে অফিসে থাকা অন্যান্য কর্মচারী তাকে উদ্ধার করে। এ সময় নেয়ামত উল্লাহর মুখমণ্ডল রক্তে ভিজে যায়। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ছুটে যান।

নেয়ামত উল্লাহ জানান, তিনি নামাজ আদায় করে অফিসে আসলে প্রধান শিক্ষক 'তাড়াতাড়ি মসজিদে যাওয়ার' অভিযোগ তুলে তার মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকেন। আমি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহ্ আলম জানান, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। ঘটনার বিষয়টি জানতে পেরে আমি আমার সহকর্মীর পাশে থাকার জন্যে ছুটে আসি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আ. রহিম জানান, এ বিষয়টি আমি জানতে পেরেছি। আগামীকাল উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, আমি সারাদিন বাইরে ছিলাম। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দেবনাথের মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, অখিল চন্দ্র দেবনাথের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় শিক্ষার্থীদের তোপের মুখে তিনি দীর্ঘদিন বিদ্যালয়ে যেতে পারেননি। তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে তিনি পুনরায় স্বপদে বহাল হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়