রবিবার, ১৮ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৭:২৫

বড় সিন্দুক ভাঙ্গতে না পারায় বড়ো ধরনের ক্ষতি থেকে মুক্তি

ফরিদগঞ্জে বাজুস সভাপতির দোকানে দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জে বাজুস সভাপতির দোকানে দুর্ধর্ষ চুরি
প্রবীর চক্রবর্তী

বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার দাসের মালিকানাধীন একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে ২০২৫) গভীর রাতে উপজেলা পরিষদের গেইটের অদূরে শ্রীগুরু জুয়েলার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ, বাজার ব্যবসায়ী কমিটি, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এদিকে চোরের দল জুয়েলারিতে প্রবেশ করে দুটি সিন্দুকের ছোটটি ভাঙ্গতে পারলেও বড়ো সিন্দুকটি চেষ্টা করেও ভাঙ্গতে পারেনি। ফলে বড়ো ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন ওই স্বর্ণ ব্যবসায়ী।

শ্রীগুরু জুয়েলার্সের মালিক দিলীপ কুমার দাসের বড়ো ছেলে ও দোকানের পরিচালক বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার (১৭ মে ২০২৫) রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার (১৮ মে ২০২৫) সকালে দোকানে এসে দেখি কলাপসিবল গেইটের ৩টি তালা ভাঙ্গা। পরে দোকানে ঢুকে দেখি, সকল জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি টিভি ক্যামেরাগুলোও বিনষ্ট করা হয়েছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এদিকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, চোরের দল মুখোশ পরিহিত ছিলো। দোকানের ভেতরের দুটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বালতির পানিতে ডুবিয়ে রাখার সময় এবং বাইরের একটিমাত্র সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার সময়ে চোরের মুখোশ ছিলো।

চোরের দল ওই ভবনের ছাদ দিয়ে উঠে ভেতরের টিনের গেইট ভেঙ্গে নিচতলায় প্রবেশ করে। এক তলার ছাদে চোরদের ব্যবহৃত কাটারসহ বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শ্রীগুরু জুয়েলারির কলাপসিবল গেইটেই লক ভাঙ্গে তারা। পরে তারা দোকানের ভেতরে প্রবেশের সাটারের তালা ভেঙ্গে ফেলে। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তারা দোকানের পেছনের অংশের কারিগরের কাজ করার স্থান থেকে এবং দোকানের ভেতরের ছোট সিন্দুকটি ভেঙ্গে অর্থ ও স্বর্ণালংকার চুরি করে। তবে বড়ো সিন্দুকটির দুটি তালা ভাঙ্গতে পারলেও বাকিগুলো ভাঙ্গতে না পারায় বড়ো ধরনের চুরির ঘটনা ঘটেনি। পরে চাঁদপুর থেকে সিন্দুক খোলার কারিগর এনে পুলিশের উপস্থিতিতে দীর্ঘক্ষণ চেষ্টার পর সিন্দুক খোলা হয়। এ সময় দোকানের মালিক পক্ষ সিন্দুক পর্যবেক্ষণ করে বড়ো সিন্দুকের কোনো মালামাল চুরি হয়নি বলে নিশ্চিত করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের শনাক্ত করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শন করে ওসি মোহাম্মদ শাহ আলম ও ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজসহ সকল আলামত চেক করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়