প্রকাশ : ১৩ মে ২০২৫, ২৩:০০
ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা আটক

ফরিদগঞ্জে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে ২০২৫) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করে মঙ্গলবার (১৩ মে ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
|আরো খবর
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল (৪৮), সুবিদপুর পূর্ব ইউনিয়নের আ’লীগ নেতা জাকির হোসেন (৫২) ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আবুল বাশার ভূঁইয়া (৬০)কে আটক করে। এদের মধ্যে আবুল বাশার ভূঁইয়াকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় (২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের) এজাহার নামীয় আসামী ও অপর দুজনকে সন্দিগ্ধ আসামী হিসেবে আটক দেখিয়ে মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম উপরোক্ত তিনজনকে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।