শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বঙ্গবন্ধুর বাংলাদেশ : অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোটার
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বঙ্গবন্ধুর বাংলাদেশ : অঞ্জনা খান মজলিশ

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা উপজেলা পর্যায়ের পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভায় করেছেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ।

গতকাল ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সন্মোলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে আমরা সকলেই সকলের উৎসবের অনন্দ সমানভাবে উপভোগ করি, একে অপরের উৎসবে সামিল হই। আমাদের মাঝে ধর্মীয় ভিন্নতা থাকলেও উৎসবের আনন্দ নিয়ে কোন ভিন্নতা নেই। তাই শারদীয় উৎসব উদযাপনে নিরাপত্তার লক্ষ্যে যা যা করনীয় তার সকল ব্যাবস্থায়ই গ্রহণ করা হবে।

দু্স্কৃতিকারীরা চাইবে সাম্প্রদায়িক সম্প্রতি বিনাষ করতে কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। তিনি শারদীয় দুর্গোৎসব উদযাপনকারীদের অনুরোধ জানিয়ে বলেন, কোন প্রকার গুজবে কান দিবেন না। গুজবে অনেক সময় বড় ধরনের সমস্যার সৃস্টি হয়। উৎসব চলাকালীন বা তার আগে পরে যেকোন প্রয়োজনে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করতে চেস্টা করব।

শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষে আমরা নিরাপত্তামূলক সকল ব্যবস্থা গ্রহন করব। পুলিশ, আনসার, বিজেপি, রেব মাঠে থাকবে। চাঁদপুর শান্তির শহর, এই শান্তি রক্ষায় আপনারা সকলে সহযোগীতা করবেন। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, নিজেরা সজাগ থাকবেন, আমরা এখনো করোনা থেকে সম্পূর্ন মুক্ত হতে পারিনি, তাই পূজামণ্ডপে করোনা প্রতিরোধমূলক সকল ব্যাবস্থা রাখবেন। তিনি উৎসবের সকল প্রকার নিরাপত্তাবিধানে স্ব স্ব বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।

সভার শুরুতে গতবছরের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ মাহমুদ। প্রস্তুতিমূলক সভায় শান্তিপুর্ণ উপায়ে দুর্গোৎসব উৎযাপনের লক্ষে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছিরউদ্দিন আহমেদ, সাধারনসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা জর্জকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী। জেলা প্রশাসকের পরিচালনায় দুর্গা পূজার প্রস্তুতি সম্পর্কে, জেলার সার্বিক পরিস্থিতি উপস্থাপন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ।

চাঁদপুর সদর উপজেলা পূজা পরিষদের সাধারনসম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, কচুয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ডাঃ ফনীভূষন তাফু, ফরিদগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি হিতেষ শর্মা, মতলব দক্ষিন উপজেলা পূজা পরিষদের সাধারণসম্পাদক শ্যামল কুমার দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ জেলা উপজেলা পর্যায়ের পূজা পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর ৯টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়ে সর্বমোট ২১১ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়