বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ মে ২০২৫, ২২:২৭

শাহরাস্তিতে জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ওয়াজ মাহফিল

কেউ অহঙ্কারে লিপ্ত হলে তার জীবনের বরকত নষ্ট হয়ে যায়

---------------------------- ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার ॥
কেউ অহঙ্কারে লিপ্ত হলে তার জীবনের বরকত নষ্ট হয়ে যায়
শাহরাস্তি উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছারছীনার পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লাহুল আলী) দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

মানুষের মধ্যে দুটি দল রয়েছে। একটি হলো আল্লাহর দল, অপরটি হলো শয়তানের দল। মুসলমানদের মধ্যেও রয়েছে দুই ধারা—মোমেন ও মুনাফেক। আমাদের প্রত্যাশা, আমরা যেন প্রকৃত মোমেন হয়ে মৃত্যুবরণ করি, মুনাফেক হয়ে নয়। কারণ, মুনাফেকের স্থান জাহান্নামের তলদেশে। এ কথাগুলো বলেছেন ছারছীনার পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লাহুল আলী)। সোমবার (১২ মে ২০২৫) বাদ আসর শাহরাস্তি উপজেলার একাতরি দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ময়দানে জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে আয়োজিত এক বিশাল সম্মেলন ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ মাও. মহিব্বুলাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, শাহরাস্তি উপজেলার সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।

সংগঠনের শাহরাস্তি উপজেলার তালীম সম্পাদক মাও. মো. ইয়াছিন পাটওয়ারীর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ ও নাত পরিবেশ করা হয় এবং পরে জমইয়াতে হিযবুল্লাহ’র কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা হয়। বিশেষ অতিথির বক্তব্যে ওলামায়ে কেরাম ইসলাম, আকীদা, আখলাক ও সমাজ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

ছারছীনার পীর ছাহেব বলেন, “আমল হলো গোপন বিষয়। নিজের আমল ও বুজুর্গি নিয়ে অহঙ্কার করা উচিত নয়। কেউ অহঙ্কারে লিপ্ত হলে তার জীবনের বরকত নষ্ট হয়ে যায়। মুসলমান হওয়ার আসল উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা। এমনকি ইবাদতের মধ্যেও নেফাকী (ভণ্ডামি) প্রবেশ করতে পারে। তাই আমাদের সজাগ থাকতে হবে। তিনি আরো আরো বলেন, “মানুষের মধ্যে নেফাকী আছে। মুনাফেকদের যদি আমরা চিনতে না পারি, তবে পথভ্রষ্ট হয়ে যাবো। মানুষকে বাহির থেকে এক রকম দেখা যায়, কিন্তু অন্তরের অবস্থা আল্লাহই জানেন।"

ওয়াজ মাহফিল উপলক্ষে সকাল থেকেই হাজারো ধর্মপ্রাণ মুসলমান সমবেত হতে শুরু করেন। বাদ আসর শুরু হওয়া এ মাহফিল শেষ পর্যন্ত এক জনসমুদ্রে পরিণত হয়। ধর্মপ্রাণ মুসলমানেরা মনোযোগ সহকারে ছারছীনার পীর ছাহেবের নসিহত শোনেন এবং আমল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়