প্রকাশ : ১২ মে ২০২৫, ২১:০২
মতলব উত্তরে নদীতে অভিযানে ৩শ' চায়না দুয়ারী চাঁই আটক

মতলব উত্তর উপজেলার নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ জাল ও চায়না দুয়ারী চাঁই'র একটি বড়ো চালান আটক করা হয়েছে।
সোমবার (১২ মে ২০২৫) ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত মেঘনা নদীর মারা পদ্মা, নাছিরাকান্দি ও দশানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩শ'টি চায়না দুয়ারী চাঁই বা রিং চাই আটক করা হয়। আটককৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুস সামাদ।
মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অভিযানে ৩শ'টি চায়না দুয়ারী বা রিং চাঁই জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছ ধরার কাজে অবৈধ সামগ্রী ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।