প্রকাশ : ১১ মে ২০২৫, ২৩:২৬
ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার কোরআন বিতরণ

রোববার (১১ মে ২০২৫) ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বিকেলে চাঁদপুর শহরের আল আমিন একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম।
আদর্শ থানা শাখার সভাপতি ফরহাদ আল আমিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার শিক্ষা সম্পাদক সাইফ আল হাসান, এইচআরডি সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা কোরআন দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
ক্যাপশন:
ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।