প্রকাশ : ১১ মে ২০২৫, ২৩:০৬
সোমবার বাদ জোহর জানাজা
অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতার ইন্তেকাল

চাঁদপুর জেলা বারের আইনজীবী অ্যাড. হাবিবুর রহমান লিটুর পিতা, চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব জাফরাবাদ গাজীবাড়ি নিবাসী আলহাজ্ব আবুল হোসেন গাজী ওরফে আবুল ডাক্তার রোববার (১১ মে ২০২৫) রাত সোয়া ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালের আইসিইউতে ছিলেন।
|আরো খবর
তিনি চার ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১২ মে ২০২৫) বাদ জোহর পুরাণবাজার পূর্ব জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আলহাজ্ব আবুল হোসেন গাজীর অন্য তিন পুত্র সন্তান হলেন আজিজুর রহমান খোকা, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা আতিকুর রহমান ও ফজলুর রহমান রুবেল।