সোমবার, ১২ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ মে ২০২৫, ২০:৩৪

চাঁদপুরে মাদক মামলা ও পুলিশের ওপর হামলার মামলায় দুর্ধর্ষ দু আসামী আটক

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে মাদক মামলা ও পুলিশের ওপর হামলার মামলায় দুর্ধর্ষ  দু আসামী আটক
শাহতলী থেকে আটক দুজন আসামী।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দু আসামী গ্রেপ্তার হয়েছে। তারা হলো : সবুজ কারী ও সোহাগ কারী।

রোববার (১১ মে ২০২৫) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী কারী বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শাহতলী কারী বাড়ির মৃত বিল্লাল কারীর ছেলে সবুজ কারী ও তার ভাই সোহাগ কারী। শনিবার পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই (উপ-পরিদর্শক) বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-২৮।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী কারী বাড়িতে মাদক মামলা নং-৩১, (জিআর ১২০) ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ কারীকে গ্রেপ্তার করতে ৮ মে ২০২৫ (বৃহস্পতিবার) দিবাগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওপর হামলা করে আসামী সবুজ কারীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আসামী পক্ষের লোকজনের হামলায় এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল জাকির হোসেন আহত হন। শনিবার দিবাগত রাত আড়াইটায় চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে আসামীদের ধরতে পুনরায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সবুজ কারী ও তার ভাই সোহাগ কারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

আসামী সবুজ কারীর বিরুদ্ধে মাদক ও সোহাগ কারীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। ওসি মো. বাহার মিয়া বলেন, গত ৩দিন পূর্বে থানার একটি চৌকস টিম ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামী সবুজ কারীকে গ্রেপ্তার করতে যায়। এক পর্যায়ে সবুজ কারী ও তার ভাই সোহাগ কারীসহ কয়েকজন পুলিশকে হেনস্তা করে। পরবর্তীতে শনিবার (১০ মে ২০২৫) পুনরায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সবুজ কারীর বিরুদ্ধে মাদক ও মোটরসাইকেল চুরিসহ ৭টি এবং তার ভাই সোহাগ কারীর বিরুদ্ধে মোটরসাইকেল ও বসতঘরে চুরিসহ ২টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়