প্রকাশ : ১১ মে ২০২৫, ২০:১৭
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের বাসিন্দা নিহত

রামুতে ট্রাকচাপায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হন আরো তিনজন। শনিবার (১০ মে ২০২৫) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার রাবেতা হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহত মেহেদী হাসান অভি (২৫) চাঁদপুর জেলার বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে বাবার চাকরি সূত্রে তিনি উপজেলার কুতুপালং এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান , বিকেলে কক্সবাজারমুখী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায় । ঘটনার পরপরই ট্রাকচালক ও গাড়ির সহকারী পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি নাসির উদ্দীন। সূত্র : দি ফিনান্স এক্সপ্রেস।