প্রকাশ : ১১ মে ২০২৫, ১৭:০৭
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

“চাঁদপুর হবে দেশের গর্ব, আমরা সবাই ঐক্যবদ্ধ” এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৯ মে ২০২৫) চাঁদপুর শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার মাধ্যমে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটিতে এইচএম জাকির হোসাইনকে আহ্বায়ক, মুহাম্মদ আল আমিন মিয়াজীকে যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম সিফাতকে সদস্য সচিব, রাকিব হাওলাদার, রোকোনুজ্জামান রোকন, আল আমিন মিজিকে সদস্য ও মাহমুদা আক্তারকে নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত আহ্বায়ক কমিটি জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সহ সদস্যদের তালিকা প্রস্তুতকরণ, স্থায়ী কমিটি গঠনের জন্যে নির্বাচনী প্রক্রিয়া নির্ধারণ ও সাধারণ সভা আহ্বান এবং নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।