প্রকাশ : ১০ মে ২০২৫, ১৬:৫০
কচুয়ার সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদারের ইন্তেকাল

কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মজুমদার বি.এসসি শুক্রবার (৯ মে ২০২৫) রাত ১টায় নিজ বাড়ি পৌরসভার মাছিমপুর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
শনিবার (১০ মে ২০২৫) বাদ জোহর হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্যাহ হাবিব, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মুন্সি, আফজাল মুন্সি, অ্যাড. মোবারক হোসেন, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ উল্লাহ বি.কম, কচুয়া কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, মরহুমের ছোট ভাই মো. মনির মজুমদার, জামাত নেতা প্রভাষক জসিম উদ্দিন মোল্লা প্রমুখ।
জানাজার নামাজে ইমামতি করেন ডাকবাংলো জামে মসজিদের খতিব মাওলানা মো. জামাল হোসেন। জানাজা শেষে পৌরসভার মাছিমপুর মোল্লা বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।