প্রকাশ : ০৩ মে ২০২৫, ২০:৫৬
কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন এই বাংলার জমিনে পাস হতে পারবে না :মাওলানা মির্জা নূরুর রহমান বেগ

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ পাঁচ দফা দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিয়ে ছারছীনা পীর সাহেবের প্রতিনিধি ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর মাওলানা মির্জা নূরুর রহমান বেগ বলেছেন, বাংলাদেশে কুরআন সুন্নাহবিরোধী কোনো আইন পাস হতে পারবে না। এ বিষয়ে পীর-মাশায়েখ আলেম-ওলামা সবাই একমত হয়েছেন। ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত হানার প্রয়াসে গঠিত এ ধরনের কমিশন কখনোই মেনে নেয়া হবে না। তিনি সরকারের প্রতি অবিলম্বে এ বিতর্কিত কমিশন বাতিলসহ ধর্মীয় মূল্যবোধ ও শরীয়াহর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। এছাড়া তিনি তাঁর বক্তব্যে এই নারী কমিশনকে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে এর বিলুপ্তির জোর দাবি জানান।
|আরো খবর
শনিবার (৩ মে ২০২৫) সকাল ৯টায় মহাসমাবেশ শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এতে সভাপতিত্ব করেন। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন সংগঠনটির নেতা-কর্মী ও সমর্থকরা। সমাবেশ দুপুর ১টার সময় শেষ হয়।